Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মেহারী শ্রী শ্রী মা কালী মন্দির
Location

অবস্থানঃ মেহারী ইউনিয়ন পরিষদের উত্তরে অবস্থিত। মেহারী গ্রামের বাজারের কিছু পম্চিমে।

Transportation

যোগাযোগ ব্যবস্থাঃ ব্রাহ্মণবাড়ীয়া জেলাধীন কসবা উপজেলাস্ত ২নং মেহারী ইউনিয়নের মেহারী শ্রী শ্রী মা কালী মন্দিরটি কুমিল্লা-সিলেট মহাড়কের কুটি চৌমূহনী হয়ে মেহারী ঐতিহ্যবাহী গ্রামে একটি মনোরম পরিবেশে মেহারী শ্রী শ্রী মা কালী মন্দিরটি অবস্থিত।

Contact

0

Details

বিশ্ব বরেন্য সেবিকা মেহারী শ্রী শ্রী মা কালী মন্দির   ইউনিয়ন মেহারী, উপজেলা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ১লা বৈশাখ এক বিশাল মেলার অনুষ্ঠান করা হয়। সেথানে বিভিন্ন এলাকা থেকে মানুষ মেলায় অংশগ্রহন করে। সেখানে অত্যাধুনিক সকল জিনিসপত্র পাওয়া যায়। এবং কাঠের বিভিন্ন জিনিসপত্র,মাঠির পুতুলএবং ছোটদের খেলার জিনিসপত্র পাওয়া যায়।পহেলা ১ তারিখ আসার আগেই যেন মানুষের মধ্যে আনন্দ নেমে আসেতে থাকে। আর হিন্দুরা সেখানে পুজা অর্চনা করার জন্য সেথানে বিশাল আকারে মানুষের সমাগম হয়। এবং সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।