১৯৭৬ সালের গ্রাম আদালত অধ্যাদেশ এর মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোকে বিচার সম্পাদানের দায়িত্ব দেয়া হয়েছে। বিচার প্রদত্তি শান্তিপূর্ণ নিষ্পত্তি ও বিচার কার্য ব্যবস্থা সহজ করার উদ্যেশ্য গ্রাম আদালত সৃষ্টি করা হয়েছৈ।
গ্রাম আদালত গঠনঃ
গ্রাম আদালত অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদী ও বিবাদী উভই পক্ষের ২ জন করে প্রতিনিধি নিয়ে অর্থাৎ মোট ৫ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। গ্রাম আদালতে ফৌজদারী ও দেওয়ানী এ ২প্রকার মামলার বিচার করতে পারে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS