Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিকসভা সমূহ

     ২নং মেহারী ইউনিয়ন পরিষদ  মোবাইর নংঃ ০১৭১৫৩১৮০০৭

ডাকঘর: মেহারী, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

মোঃ মোসত্মফা কামাল

(চেয়ারম্যান)


ইপ/ মেহারী/                                                                                               তারিখ: ১১/১০/২০১২

 

প্রাপক,

উপজেলা চেয়ারম্যান

উপজেলা পরিষদ

সভাপতি

উপজেলা গ্রাঃ অঃ সঃ ও রঃ কমিটি

কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

 

বিষয়ঃ ২০১২-২০১৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রনাবেন (টি-আর) কর্মসূচীর আওতায় সাধারন খাতে ১ম পর্যায়ে প্রকল্প তালিকা ও প্রকল্প বাসত্মবায়ন কমিটি দাখিল প্রসংঙ্গে।

সূত্র নং-৫১.০১.১২৬৩.০০.৪২.০০১.১২.১৫৭৪       তাং-২৬/০৯/২০১২ইং

 

                                                                                                                               

উপযুক্ত বিষয়ের প্রেতে মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, ২০১২-২০১৩ অর্থ বছরে বাসত্মবায়নের নিমিত্তে  গ্রামীন অবকাঠামো রনাবেন (টি-আর) কর্মসূচির আওতায় সাধারন খাতে ১ম পর্যায়ে প্রাপ্ত বরাদ্ধ দিয়ে অত্র ইউপির রেজুলেশন কপি সহ নিন্মোক্ত প্রকল্পগুলি দাখিল করা হইল।

 

  1. খেওড়া শিশু মিয়ার বাড়ী পূর্ব পার্শে বক্স কালভার্টের দুই পাশে মাটি ভরাট ২,০০০ মে.টন।
  2. শিমরাইল উত্তর ঈদগাহের মাটি ভরাট ৩.০০০মে.টন।
  3. যমুনা দন পাড়া কবর স্থানের মাটি ভরাট-৩.০০০টন।
  4.  মেহারী ইউনিয়ন পরিষদ উন্নয়ন ২.০০০ মে.টন।

 

 

 

 

 

 

 

      মোঃ মোসত্মফা কামাল

                                                                                                                     (চেয়ারম্যান)

        ২নং মেহারী ইউনিয়ন                          

         কসবা, ব্রাহ্মণবাড়িয়া।