সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
বিসমিলস্নাহির রাহমানির রাহিম আপনারা কি ডিজিট্যাল সেবা খুজছেন আজই চলে আসুন
২নং মেহারী ইউনিয়ন পরিষদ (স্থানঃ ঈশান নগর, মেহারী, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।)
আমাদের সেবা সমূহঃ
১। কম্পিউটার প্রশিক্ষণ( প্রশিক্ষনের শেষে ইউনিয়ন কর্তৃক সনদ পত্র দেওয়া হবে)
২। অনলাইনে মিটারেরজন্য আবেদন করা হয়, ৩। অনলাইন জনম নিবন্ধন সনদ পত্র,
৪। অনলাইন মৃত্যু নিবন্ধনসনদ পত্র, ৫। পাসপোর্ট, ছবি ও যেকোন কাজগপত্র ই-মেইল,
৬। যে কোন দেশের ভিসা চেক , মেডিকেল চেক, ৭। ইন্টারনেট থেকে রেজাল্ট আউট ও মার্কসীট প্রদান,
৮। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, শিক্ষকদের MPO দেখা, অনলাইনে যে কোন আবেদন যেমন নিবন্ধন পরিক্ষা ৯। চাকরির আবেদন ইত্যাদি করা হয়। ১০। ইন্টারনেট ব্রাউজিং ১১। নাগরিক আবেদন
১২। যে কোন সরকারি ফর্ম যেমন পাসপোর্ট ফর্ম, জনম নিবন্ধনের আবেদন ফর্ম, ID Card ভুল সংশোধন, স্থানামত্মর, হারিয়ে যাওয়া ID Card পাওয়ার ফর্ম ইত্যাদি।
১৩। রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি 3r, 4r ছবি, বড় ছবি, নষ্ট ছেড়া ছবি থেকে নতুন ও সুন্দর ছবি, ছবি লেমনেটিং, ছবি ফ্রেমে সাজানো ইত্যাদি।
প্রজেক্টর ভাড়া, ভিডিও রেকডিং, CD/DVD, যে কোন মাহফিল, বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে।
১৬। জমির পর্চা বের করা,
১৭। স্ক্যান করা হয় এবং রঙ্গিন ফটোকপি করা হয়,
১৮। লেমনেটিং করা হয়,
১৯। সকল ধরনের প্রত্যয়ন পত্র,
২০। মুক্তিযোদ্ধারদের প্রত্যয়ন, সম্পর্ক সদন পত্র,
|২১।বিকাশে টাকা আদান প্রদান,
২২। যে কোন ধরনে লেখা কম্পোজ/প্রিন্ট,
২৩। বার্ষিক আয় ব্যয় সনদ পত্র,
২৪। পুন: বিবাহ না হওয়ার সনদ পত্র,
২৫। চারিত্রিক সনদ পত্র,
২৬। অভিভাবক সনদ পত্র,
২৭। অবিবাহিত সনদ পত্র,
২৮। মেমরী লোড,
২৯। কম্পিউটার উইন্ডোজ ও বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনিষ্টল দেওয়া হয়।
বিঃ দঃ এখানে বিদ্যূতের কোন ঝামেলা পোহাতে হবে না আছে অনেক শক্তিশালী সৌরশক্তি সারাদিন ব্যাকাপ চলে আসুন আপন মনে।।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS