২নং মেহারী ইউনিয়ন পরিষদ মোবাইর নংঃ ০১৭১৫৩১৮০০৭
ডাকঘর: মেহারী, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
মোঃ মোসত্মফা কামাল
(চেয়ারম্যান)
ইপ/ মেহারী/ তারিখ: ১১/১০/২০১২
প্রাপক,
উপজেলা চেয়ারম্যান
উপজেলা পরিষদ
সভাপতি
উপজেলা গ্রাঃ অঃ সঃ ও রঃ কমিটি
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
বিষয়ঃ ২০১২-২০১৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রনাবেন (টি-আর) কর্মসূচীর আওতায় সাধারন খাতে ১ম পর্যায়ে প্রকল্প তালিকা ও প্রকল্প বাসত্মবায়ন কমিটি দাখিল প্রসংঙ্গে।
সূত্র নং-৫১.০১.১২৬৩.০০.৪২.০০১.১২.১৫৭৪ তাং-২৬/০৯/২০১২ইং
উপযুক্ত বিষয়ের প্রেতে মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, ২০১২-২০১৩ অর্থ বছরে বাসত্মবায়নের নিমিত্তে গ্রামীন অবকাঠামো রনাবেন (টি-আর) কর্মসূচির আওতায় সাধারন খাতে ১ম পর্যায়ে প্রাপ্ত বরাদ্ধ দিয়ে অত্র ইউপির রেজুলেশন কপি সহ নিন্মোক্ত প্রকল্পগুলি দাখিল করা হইল।
মোঃ মোসত্মফা কামাল
(চেয়ারম্যান)
২নং মেহারী ইউনিয়ন
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস