মেহারী ইউনিয়নটির মোট আয়তন হচ্ছে = ৫২০১ বর্গ কিঃ মিঃ। এই ইউনিয়টি ঈশান নগর, যমুনা,মেহারী, বল্লভ পুর, শিমরাইল, খেওড়া, বামুটিয়া, পুরকুইল, বাহার আটা, চৌবেপুর গ্রাম নিয়ে অবস্থিত। ইউনিয়নটি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত।
ব্রাহ্মণবাড়ীয়া জেলাধীন কসবা উপজেলাস্ত ২নং মেহারী ইউনিয়ন পরিষদটি কুমিল্লা-সিলেট মহাড়কের কুটি চৌমূহনী হয়ে ঈশান নগর ঐতিহ্যবাহী গ্রামে একটি মনোরম পরিবেশে পরিষদটি অবস্থিত। অত্র ইউনিয়নটি মেহারী ইউনিয়নের মধ্যেস্থলে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস